
চট্টগ্রামে ইয়াবাসহ মোঃ মনিরুর রহমান প্রকাশ মোঃ পারভেজ (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার গভীর রাতে ডবলমুরিং থানার পূর্ব মুহুরীপাড়া, দরবারে ফাহিমিয়া নেজামিয়া চিশতীয়া আল-কাদেরিয়া মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি করেন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন পাঠক ডট নিউজকে বলেন, পারভেজ মুহুরীপাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে আরও চারটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি করেন। এর আগেও তাকে হালিশহর থানার ট্যাক্সিম হাজীর মাজারের সামনে বসে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করা হয়।
তিনি জানান, মাজারের সামনে দাঁড়ানো কাউকে সাধারণত সন্দেহ করা হয় না। এখানে মাদক বিক্রি কিছুটা ঝুঁকিমুক্ত।তাই মাজারের সামনে বসেই তিনি ইয়াবা বিক্রি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১ টায় পূর্ব মুহুরীপাড়া, দরবারে ফাহিমিয়া নেজামিয়া চিশতীয়া আল-কাদেরিয়া মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।