
বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১১টি সহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১ হাজার ৬৩৪ টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১১ জন।নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৬৫ ও উপজেলার ১৪৬ জন। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ২০০ জন।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। এনিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু হলো ৭৩৫ জন।
আজ বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৬ টি নমুনা পরীক্ষায় ৫৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪১৪ টি নমুনা পরীক্ষায় ১৫৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৩ টি নমুনা পরীক্ষায় ৪৫ জন শনাক্ত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৩ টি নমুনা পরীক্ষায় ৭৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৫টি নমুনা পরীক্ষায় ২৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষায় ৫৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪০ টি নমুনা পরীক্ষায় ২৭ জন শনাক্ত হয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ টি নমুনা পরীক্ষায় ১৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৫১ টি নমুনা পরীক্ষায় ১৮ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৬ টি নমুনা পরীক্ষায় ৪৩ জন এবং এন্টিজেনে ২৬১ টি নমুনা পরীক্ষায় ৮৭ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
জেলায় করোনা আক্রান্তদের ০১ জন লোহাগাড়া, সাতকানিয়ার ০৩ জন, বাঁশখালীর ২ জন, আনোয়ারার ১০ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ১৪ জন, রাঙ্গুনিয়ার ১০ জন, রাউজানের ১৯ জন, ফটিকছড়ির ১১ জন, হাটহাজারীর ১৮ জন, সীতাকুণ্ডের ৩২ জন, মিরসরাইয়ের ২৪ জন এবং সন্দ্বীপের ১ জন শনাক্ত হয়।