t ১৪ বছর বয়সে শতাধিক সাইকেল চুরি করে সেঞ্চুরি করেছে এই শিশু চোর! (ভিডিও) – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১৪ বছর বয়সে শতাধিক সাইকেল চুরি করে সেঞ্চুরি করেছে এই শিশু চোর! (ভিডিও)

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বয়স মাত্র ১৪। কিন্তু এই বয়সেই চুরিতে সেঞ্চুরি করেছে সে! চট্টগ্রামের সাইকেল চোরের মূল হোতাই সে! যেহেতু সাইকেল চুরির ঘটনায় অধিকাংশই মামলা করেন না তাই তার বিরুদ্ধে মামলা মাত্র ৩ টি! জেলও খেটেছে ২ বার! মামা বলেছে, তার বয়স কম বিধায় ‘পুলিশ ধরলেও বেশি দিন রাখবে না’ তাই সে চুরিতে আরও বেপরোয়া। গতকাল গভীর রাতে বিস্ময়কর এই শিশু চোর মোঃ আবিদ হোসেন শ্রাবণকে (১৪) গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এসময় মোঃ বিশাল (১৯) ও তাহেরা বেগম (৫০) নামে তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া দুইটি বাই সাইকেল।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন পাঠক ডট নিউজকে বলেন, শ্রাবণ পেশাদার চোর। সে শুধু বাই সাইকেল চুরি করে। বয়স কম হওয়ায় কেউ তাকে সন্দেহ করে না। তাই হুট করেই যে কোন ভবনে ঢুকে যায়। এরপর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বাই সাইকেল নিয়ে হাওয়া হয়ে যায়। সে আর আগেও একবার গ্রেফতার হয়। কিন্তু তার মামা শিশির তাকে ‘অভয়’ দেয়, ‘ বয়স কম হওয়ায় পুলিশ ধরলেও বেশি দিন রাখবে না। তাই সে আরও বেপরোয়া হয়ে যায়। তার মামা শিশিরের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। মূলত শ্রাবণ সাইকেল চুরি করে আনে আর মামা শিশির সেগুলো বিক্রি করে।

সামনে হাতকড়া পরা  সহযোগী মোঃ বিশাল। পিছনে উল্টোমুখি আবিদ হোসেন শ্রাবণ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১ টায় ডবলমুরিং থানার পশ্চিম মাদার বাড়ীর ডিআইটি রোড পানির ট্যাংকি মামুন অটো সার্ভিসের সামনে থেকে শ্রাবণ ও বিশালকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাহেরা বেগমকে। তবে এসময় পালিয়ে যায় তার মামা শিশির। পরে শ্রাবণের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি সাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রাবণ জানায়, সে প্রথমে কৌশলে বন্ধুদের সাইকেল চুরি করত। এক পর্যায়ে সাইকেলের তালা কাটা শেখে। এরপর বিভিন্ন ভবনে ঢুকে চুরি করা শুরু করে। এখন তার তালা ভেঙে সাইকেল চুরি করতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে! এই বয়সেই সে শতাধিক সাইকেল চুরি করেছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print