
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে আছমা বেগম (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার (৯ জুলাই) রাত ৯টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আছমা বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় নাছির উদ্দীন কন্ট্রেকটারের ভাড়া বাসার বাসিন্দা মঙ্গ মিয়ার স্ত্রী। স্বামী জানান, আছমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এ কারনে নিজ ভাড়া বাসায় উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া। তিনি জানান, রাতে বন্দর থানা এলাকা থেকে আছমা বেগম নামে এক গৃহবধূকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেকের মর্গে রাখা হয়েছে।