
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিহতের নাম নুর মিয়া (৪০)। আজ সোমবার(১৯ জুলাই) সকাল সাড়ে আটটার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিলস এলাকায় এঘটনা ঘটে।
কার চালক নুর মিয়া চট্টগ্রামের ডাবলমুরিং থানার ঈদগা মোল্লা পাড়া এলাকার সোনা মিয়ার পুত্র।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এব্যাপারে ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামূখী একটি প্রাইভেট কার বাড়বকুণ্ড এলাকায় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
