
জেলার মিরসরাইয়ে নিখোঁজের একদিন পর মোহাম্মদ রাফি (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২৪ জুলাই) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামে স্থানীয় একটি পুকুর তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
নিহত রাফি ওই এলাকার আমান উদ্দিন ভূঁইয়া বাড়ীর ওমান প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিনের ছোট ছেলে। সে উপজেলার সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিলো।
নিহতের চাচাত ভাই মো. মিনহাজ উদ্দিন বলেন, রাফি শুক্রবার সকাল থেকে নিঁখোঁজ ছিলো। গতকাল শুক্রবার তার নিকটআত্মীয়ের বাড়ীতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার বাড়ির পাশে পুকুরে কালো একটি জিনিস ভাসতে দেখে বাড়ীর লোকজন নেমে দেখে এটির রাফির লাশ। রাফি মৃগী রোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে নেমে সে আর উঠতে পারেনি।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, মিঠানালা ইউনিয়নে স্কুল ছাত্র মোহাম্মদ রাফি নিখোঁজ হওয়া বা লাশ উদ্ধারের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।