t করোনা উপসর্গ নিয়ে মারা গেল চবির ছাত্রী তানজিদা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা উপসর্গ নিয়ে মারা গেল চবির ছাত্রী তানজিদা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের এক ছাত্রী মারা গেছেন। তাঁর নাম তানজিদা মোরশেদ (২৬)। বৃহস্পতিবার ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তানজিদার গ্রামের বাড়ি রাজশাহীতে। তবে পরিবারসহ তিনি হালিশহরে ভাড়া বাসায় থাকতেন। টিউশনি করে সংসার চালাতেন। তাঁরা দুই বোন। বাবা ২০০৮ সালে মারা গেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি বিদ্যালয়ে স্বল্প বেতনে শিক্ষকতাও করতেন। আজ সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে হালিশহর বি ব্লকের বিহারি কবরস্থানে বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।

তানজিদার মা পারভিন নাহার বলেন, ঈদের এক দিন আগে একবার জ্বর হয়েছিল তানজিদার। বাসার পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে এনেছিলাম। ওষুধ বিক্রেতা বলেছিল, ভালো হয়ে যাবে। কিন্তু জ্বর কমেনি। শ্বাসকষ্টও বেড়ে যায়। পরে তানজিদার অবস্থা আরও খারাপ হতে থাকে। অবস্থা বেগতিক হলে গতকাল বুধবার বেলা দুইটায় তাঁকে নিয়ে প্রথমে মা ও শিশু হাসপাতালে যাই।

সেখানে চিকিৎসকেরা জানান, অক্সিজেনের মাত্রা কমে গেছে। শয্যাও খালি নেই। এরপর চট্টগ্রামের ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত অক্সিজেনের সুবিধা দিয়ে রাখা হয়। সবশেষে তানজিদাকে সার্জিস্কোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সেখানে আইসিইউতে ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সে মারা যায়।

পারভিন নাহার জানান, কোনো হাসপাতালে নমুনা পরীক্ষার কথাও বলা হয়নি। সার্জিস্কোপে খরচ দিতে হয়েছে ৪২ হাজার টাকা। পাশাপাশি ডায়াবেটিক হাসপাতালে বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত থাকায় বিল এসেছে ৩১ হাজার টাকা। এ ছাড়া তানজিদা টিকার জন্য নিবন্ধন করেছিলেন। কিন্তু টিকা নিতে পারেননি।

ইংরেজি বিভাগের সভাপতি মাইনুল হাসান চৌধুরী বলেন, তানজিদা মোরশেদ স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী। পড়াশোনায় ভালো ছিলেন। স্নাতকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়েছিলেন। টিউশন করে সংসারে সহায়তাও করতেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print