t তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা অপূর্ব – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা অপূর্ব

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হবু বধূর সাথে অপূর্ব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পারিবারিকভাবে আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রী হিসেবে বেছে নিয়েছেন আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ানকে। এটি অপূর্বের তৃতীয় বিয়ে।

আগামীকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাদের। এমনটাই জানিয়েছেন অভিনেতা অপূর্ব।

নতুন স্ত্রীর পরিচয় জানতে চাইলে অপূর্ব বলেন, ‘শাম্মা দেওয়ানের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তার পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়ায়। পরিবারসহ যুক্তরাষ্ট্রে থাকে। শাম্মা বিবিএ সম্পন্ন করে সেখানে একটি গাড়ি প্রতিষ্ঠানে চাকরি করছে।’

অভিনেতা আরও বলেন, ‘পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়েছে। দুই পরিবারের সম্মতিতে প্রায় ২৫ দিন আগে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে।’

অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি, তাদের সন্তান।

অপূর্বর এ বিয়ে নিয়ে শোবিজে জল্পনা-কল্পনা শুরু হয়েছে মঙ্গলবার (৩১ আগস্ট) রাত থেকেই। গুঞ্জন ছড়িয়ে পড়ে, চুপিসারে বিয়ে করছেন অপূর্ব।

যোগাযাগ করা হলে আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি বলেন, ‘যা শুনেছেন তা আংশিক সত্যি। চুপিসারে বিয়ে বা গতকাল গায়ে হলুদ ছিল সেটা সত্যি না। বিয়ে আগামীকাল (২ সেপ্টেম্বর) হচ্ছে, এটা সত্যি। বিয়ে তো আসলে গোপনে করা যায় না। গোপন করার চেষ্টা করলেও কখনো থাকে না। আর আমার পক্ষে তো সম্ভবই না।’

বিয়ের অনুষ্ঠানে শোবিজের সবাইকে দাওয়া করার পরিকল্পনা ছিল অপূর্ব। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে হয়েছে। অভিনেতার ইচ্ছা ছিল, বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের পুরো খবরটি জানাবেন। কিন্তু সেটাও এখন আর হচ্ছে না।

বিয়ে সামাজিক অনুষ্ঠান উল্লেখ করে অপূর্ব বলেন, ‘আমি কোনো অপরাধ করতে যাচ্ছি না যে, আমাকে লুকিয়ে বা চুপিসারে করতে হবে। এটা জানবেই। স্বাভাবিকভাবে এটা জানাতেই হবে। যেভাবে প্রথমে বিষয়টি জানাজানি হয়েছে সেটা করতে চাইনি। আমি সুন্দর করে সবাইকে জানাতে চেয়েছিলাম।’

এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এ অভিনেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারে ইতি টানেন অপূর্ব-অদিতি। প্রায় দেড় বছর আগে আরেকটি বিয়ে করেন অদিতি। অপূর্ব-অদিতি দম্পতির আয়াশ নামের একটি পুত্রসন্তান আছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print