
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই একটি পিকআপের ধাক্কায় বলুয়া বেগম (৪৫) নামে এক মোটর সাইকলে আরোহী নারী নিহত হয়েছেন।নিহত বলুয়া বেগম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার চাটিগ্রাম এলাকার আবুল কালামের স্ত্রী
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বারৈয়ারহাটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টিনিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার পাঠক ডট নিউজকে বলেন, নিহত বলুয়া বেগমের বাড়ী সুনামগঞ্জে। তিনি মিরসরাইয়ে বেড়াতে এসেছিলেন। আজ দুপুরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি মাছ বোঝাই পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দেয়।এসময় তাকে স্থানীরা উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মোটর সাইকলে চালক সামান্য আহত হয়েছেন।