t কক্সবাজার ও বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় নিহত ৩, গুলিবিদ্ধসহ আহত ৩৪ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজার ও বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় নিহত ৩, গুলিবিদ্ধসহ আহত ৩৪

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় ইউপি নির্বাচনী সহিংসতায় দুই জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) ভোট চলাকালে এসব ঘটনা ঘটে।

এদিকে বাগেরহাটের মোংলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মহিলা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৪ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আবুল কালাম নামে একজন নিহত হন। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন অনেকেই। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুতুবজোমের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা কেন্দ্রে সংঘর্ষে আব্দুল হালিম নামে একজন নিহত হয়েছেন।

আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের কারণে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়তি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম (৪০) নিহত হন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি। যেখানে উত্তপ্ত হয়েছে সেখানের পরিস্থিতি স্বাভাবিকের পথে। হয়তো কিছুক্ষণের মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। এছাড়া আরও অন্যান্য কেন্দ্রেও সংঘর্ষ হয়েছে বলে জনিা গেছে।

খুলনা ব্যুরো জানায়, মোংলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মহিলা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৪ জন।
পুলিশ ও নিহতের স্বজন মহসিন ও মোয়াজ্জেম মোড়ল জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপাই গ্রামের মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর মতিয়ার রহমান মোড়লের (৬০) উপর রবিবার রাত সাড়ে ৮ টার দিকে হামলায় চালায় অপর মেম্বর প্রার্থী শফিকুল শেখের (৩৫) লোকজন।

এ সময় শফিকুলের লোকজনের হামলায় ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম (৬৫)। এছাড়া গুরুতর আহত হন বর্তমান মেম্বর ও মেম্বর প্রার্থী মতিয়ার রহমান মোড়ল, বোরহান শেখ (৩৫), ইস্রাফিল শেখ (২৭) ও আউয়াল মোড়ল (৪০)। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে ফাতেমা বেগমকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তবে তিনি বলেন, নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

মতিয়ার মেম্বর বলেন, আমার উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ও তার লোকজন। এতে আমার একজন লোক নিহত ও আমিসহ ৪ জন আহত হয়েছি।

এ ঘটনায় প্রতিপক্ষ সফিকুল শেখ বলেন, মতিয়ার মেম্বর টাকা বিলি করতে ছিলো তখন আমরা তাকে বাধা দিই। আর যিনি মারা গেছেন তিনি স্ট্রোক করে মারা গেছেন।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আসেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল।

মোংলা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে, তবে কিভাবে মারা গেছে তা ময়না তদন্তের পর জানা যাবে। মামলা প্রকিয়াধীন এবং সন্দেহভাজন দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print