t বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম, এজেন্ট আটক – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম, এজেন্ট আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে চলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ। সকাল থেকে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন পৌর এলাকার ভোটাররা তবে তুলনামূলকভাবে ভোটারের উপস্থিতি কম।

এদিকে ভোট কেন্দ্রে গোপন কক্ষে প্রবেশের অভিযোগে ১নং ওয়ার্ডের এক প্রার্থীর এজেন্টকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টায় পৌরসভার ২৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও বেলা ১১টার দিকে ১নং ওয়ার্ডের ব্রিজ প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. তারেকুল ইসলামের এজেন্টে মো. জাবেদ পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ উত্তেজনার সৃষ্টি হয়।

জানা গেছে, কেন্দ্রের ৫ নম্বর কক্ষের গোপন কক্ষে প্রবেশ করে নাজমুন নুর আঁখি নামের এক নারী ভোটার ভোট দেওয়ার সময় তার ভোট এজেন্ট জাবেদ দিয়ে দেন। ওই নারী দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তাৎক্ষণিক এজেন্টে জাবেদকে আটক করা হয়।

পশ্চিম কধুরখীল স্কুল এণ্ড কলেজের প্রিজাইডিং অফিসার আবদুল বাছেত জানান, অভিযোগের প্রেক্ষিতে জাবেদ নামের ওই এজেন্টকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা স্বর্তস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

১নং ওয়ার্ডের টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী এসএম মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিনের ছবি ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী তারেক নিজের ছবি সম্বলিত গেঞ্জি পড়ে তার কর্মী-সমর্থকরা ভোটারদের প্রভাবিত করছে। এব্যাপারে রির্টানিং কর্মকর্তাকে জানিয়েছি।

রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করার অভিযোগে পশ্চিম কধুরখীল স্কুল এ- কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছিল। তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়ে যাওয়ায় এ পৌরসভায় ৯ ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে। পৌরসভার ৯ ওয়ার্ডে ৫১জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print