
ফেনীতে ট্রাকচাপায় সৈয়দ তৌফিকুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী।
তৌফিক ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর গ্রামের সৈয়দ বাড়ির নুরুল আবসারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে তৌফিক মোটরসাইকেল করে ফেনী শহরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে রানীরহাট এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।