
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মোঃ মাসুদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার সময় পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফকিরহাট এলাকায় মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় এঘটনা ঘটে।
নিহত মাসুদ পৌরসভার মহাদেবপুরস্থ নওয়াপাড়া এলাকার মৃত নুরুল আমিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক রাত একটার দিকে বাড়ির যাওয়ার সময় একটি অজ্ঞাত দ্রুতগামী নাইট কোচ তাকে ধাক্কা দিয়ে সে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই রবিউল হোসেন বলেন, আমার ছোট ভাই রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মহাসড়কে একটি বাস ধাক্কা দিলে আহতবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সে মারা যান। বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা করা যায়নি।