
জেলার সীতাকুণ্ড থেকে ৩ লাখ টাকার ফেনসিডিলসহ মো. নুরুল কাদের (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনাইছড়ি এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আটক নুরুল কাদের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইমামনগর এলাকার মো. জলিলের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেনসিডিল পাচারের তথ্য পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তথ্যনুযায়ী ফেনসিডিলবোঝাই প্রাইভেটকারটি নিয়ে চালক নুরুল কাদের পৌঁছালে তল্লাশি চালিয়ে পেছনে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ৩শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ফেনসিডিলগুলো দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মাদক কারবারিদের কাছে বিক্রি করতো বলে স্বীকার করেছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা