
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ভোট ছাড়াই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ১৩ প্রার্থী। আগামী ১১ নভেম্বর উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে মাত্র তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে। তবে ১৬ ইউনিয়নেই সদস্য (মেম্বার) পদে ভোট গ্রহণ হবে।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৩ জনের মধ্যে ১১ জনই পুরাতন এবং শুধু ২ নং হিঙ্গুলী ও ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন নতুন মুখ। এছাড়া ৫ম বার চেয়ারম্যান হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। হ্যাটট্রিক করেছেন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী।
এদিকে প্রতীক পেয়ে আটজন চেয়ারম্যান, ৪৮৯ জন সাধারণ ও ১১৮ জন সংরক্ষিত সদস্য প্রার্থী এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন সড়কের মুখে শোভা পাচ্ছে পোস্টার, ব্যানার, ফেস্টুন। নিজ প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইছাখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো: নুরুল মোস্তফা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: মোস্তফা আনারস প্রতীকে, ৯ নং মিরসরাই সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে শামছুল আলম দিদার, খায়রুল বাশার ফারুক আনারস প্রতীক, আজম খান চশমা প্রতীক, খইয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মাহফুজুল হক জুনু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী ঘোড়া প্রতীকে, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে নুর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নে মো: এনায়েত হোসেন নয়ন, ২ নং হিঙ্গুলী ইউনিয়নে মো. সোনা মিয়া, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে মো. রেজাউল করিম মাস্টার, ৪ নং ধুম ইউনিয়নে আবুল খায়ের মো: জাহাঙ্গীর, ৫ নং ওচমানপুর ইউনিয়নে মফিজুল হক, ৭ নং কাটাছরা ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮ নং দূর্গাপুর ইউনিয়নে এসএম আবু সুফিয়ান, ১০ নং মিঠানালা ইউনিয়নে এম এ কাশেম, ১১ নং মঘাদিয়া ইউনিয়নে মো: জাহাঙ্গীর হোসাইন হোসাইন মাস্টার, ১৩ নং মায়ানী ইউনিয়নে কবির আহম্মদ নিজামী, ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে ফজলুল কবির ফিরোজ ও ১৬ নং শাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরী একক প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।
মীরসরাই সদর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: শামছুল আলম দিদার বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের কর্মী হয়ে কাজ করেছি। সমাজের উন্নয়নের জন্য দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচিত হলে মীরসরাই সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করবো।
খইয়াছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়া জাহেদ ইকবাল চৌধুরী বলেন, খইয়াছড়া ইউনিয়নে আমার বাবা তিন বার ও আমি দুই বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে উন্নয়ন কাজ করেছি। সুষ্ঠু পরিবেশে স্বচ্ছ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো। ভোটের মাঠে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো: ফারুক হোছাইন বলেন, উপজেলার ১৬টি ইউনিয়নে ৮ চেয়ারম্যান প্রার্থী, ৬০৭ জন সাধারণ ও সংরক্ষিত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনসহ ১৬টি ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে কেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। সূত্র: নয়াদিগন্ত।