
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যূ ে২৭ মামলার আসামী কাজী মশিউর রহমান (৬০)কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব-৭। এসময় তার কাছ থেকে ওয়ান শুটার, বিদেশী পিস্তল এলজিসহ ৫টি অস্ত্র ও গুলি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার ৫ (ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয় বলে জানায় র্যাব-৭।
আজ সোমবার সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গতকাল রাতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজীদ লিংক রোডের ৪ নং ব্রীজের নীচ থেকে সন্ত্রাসী মশিউরকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের ডিএডি জহিরুল ইসলাম জানান, সন্ত্রাসী কাজী মশিউরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আটকের পর অস্ত্রসহ তাকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরও খবর: জঙ্গল ছলিমপুর থেকে ১৬ অস্ত্র উদ্ধার, ভূমিদস্যু মশিউর সহ গ্রেফতার ২
উল্লেখ্য এর আগে ২০১৭ সালের ২৩ অক্টোবরে একই এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসীর মশিউরকে র্যাব গ্রেফতার করেছিল।