
জেলার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম মো. সাকিব।
আজ রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সাকিব নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়া উপজেলার বাংলাবাজার পূর্ব সোনাদিয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাকিব কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সাকিব ৪ বছর ধরে আধারমানিক গ্রামের আশেক নামে এক ব্যক্তির জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে আধারমানিক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব নামে ওই কিশোরের মৃত্যু হয়েছে।