
চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল কুদ্দুস (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ষোলশহরের বেবি সুপার মার্কেটের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় লেগুনার ধাক্কায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম আবদুল কুদ্দুস (৪২) বলে পুলিশ জানায়।
সিএমপির পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে ষোলশহর এলাকায় রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় এক পথচারী আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ হাসপাতালের মর্গে রয়েছে। লেগুনাটি জব্দ করা হয়েছে।’