
চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানার অক্সিজেন রেলক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এনায়েত উল্লাহ শাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মুরাদ নামে আরও একজন আহত হন।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে অক্সিজেন রেলবিট সংলগ্ন কেডিএস শিল্প কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আহত দুজনকে স্থানীয় মোজাম্মেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত মুরাদ ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
নিহত এনায়েত উল্লাহ শাহ হাটহাজারী থানার দক্ষিণ মাদার্শা গ্রামের উকিল বাড়ির নাজিম উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, অক্সিজেনের রেলক্রসিং এলাকায় এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান এনায়েত উল্লাহ।এছাড়া আরেক আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।