
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে মোঃ এরশাদ প্রকাশ শাহেদ (৪০) নামে এক ব্যবসায়ীকে নিজ বাসার ছাদে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর মিরেরখীল খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার দিকে পরিবারের সদস্যরা বাসার ছাদে মোঃ এরশাদ প্রকাশ শাহেদের মৃত লাশ দেখতে পায়। লাশের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। এসময় পরিবারের সদস্য ও স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী মোঃ এরশাদ হাটহাজারী পৌরসভার কাচারী সড়কের এন জহুর শপিং সেন্টারের মীম কসমেটিক্স এর মালিক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এরশাদের সাথে তার ছোট ভাই প্রবাসী মো. মঞ্জুর (৩৬) দীর্ঘদিন যাবত অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। পুলিশ মোঃ মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
৮ নং ওয়ার্ডের পৌরসভার সহায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদকে কে বা কারা খুন করেছে সেটা নিশ্চিত নয়।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আমীরুল মুজাহিদ বলেন, এরশাদের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পৌরসদরের কাছারি রোড এলাকার এন জহুর শপিং সেন্টারের মিম কসমেটিকস নামে একটি দোকান পরিচালনা করতেন তিনি।