ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিজয় র‌্যালীর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশাল বিজয় র‌্যালীসহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও নগরীতে বর্ণাঢ্য বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

.

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের কর্মসূচির সূচিত হয়। এরপর জেলা প্রশাসন কর্তৃক চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়।

.

কুচকাওয়াজে ১ম হয়েছে হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২য় কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩য় হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজয় দিবসের ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বড় দলের মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়। এছাড়াও ছোট দলের মধ্যে প্রথম হয়েছে পাঠানটুলী খান সাহেব বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ দলের মধ্যে প্রথম হয়েছে সরকারি শিশু পরিষদ (বালিকা) রউফাবাদ, দ্বিতীয় হয়েছে উপলব্ধি-ফিরিঙ্গিবাজার।

.

সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের শেখ রাসেল চত্বরে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া বিজয় দিবসে দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সব পেশাজীবী, সব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের ৪ হাজার জন নির্ধারিত আসনে নির্ধারিত টি-শার্ট, ক্যাপ, জাতীয় পতাকা ও মাস্ক পরিধানপূর্বক অবস্থান করে শপথ গ্রহণ করবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের স্ব-স্ব বাহিনীর ইউনিফর্মে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

.

সকালে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় এবং অন্যান্য প্রতিষ্ঠান/সংগঠনসমূহ তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে ইউনিফর্ম পরে সারিবদ্ধভাবে স্টেডিয়ামে প্রবেশ করেন।

দিন শেষে সন্ধ্যা ৬টায় এম এ আজিজ স্টেডিয়ামে উল্লেখযোগ্যসংখ্যক দর্শকের উপস্থিতিতে জমকালো আতশবাজি ও লেজার শো’ এবং ব্যান্ড সংঙ্গিতের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print