
গাজীপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে মহানগরীর দাক্ষিনখান এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
নিহতরা হলেন দাক্ষিন খান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু ও দুবছরের ছেলে শোয়াইব।
রেলওয়ের কমলাপুর থানার ওসি মো. মাজহারুল হক জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজেই মাইক্রোবাস চালিয়ে শরিয়তপুর যাচ্ছিলেন আবুল হাসান।
দাক্ষিণ খান রেলক্রসিং পার হওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে।
এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় দুজন।
আহত আবুল হাসান ও মেয়ে লাবিবাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গাড়িটি চালাচ্ছিলেন মিতুর স্বামী মো. হাসান। দুর্ঘটনায় হাসান এবং তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন।
ট্রেনটি ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী ও তার শিশুপুত্র নিহত হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাসান একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার ভোরে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়েছিলেন।
বাসার কাছেই রেলগেইট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।