
চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে রওনা হয়েছেন আরো ৬১৩ রোহিঙ্গার দল। চট্টগ্রাম পতেঙ্গা বোট ক্লাব থেকে আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নৌবাহিনীর ৩টি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা হন।
রোহিঙ্গাদের চট্টগ্রাম থেকে ভাসানচরে নিয়ে যাওয়ার বিষয়টি চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, দুইটি জাহাজে করে রোহিঙ্গাদের আর একটি জাহাজে করে তাদের মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, অষ্টম দফায় রোহিঙ্গার দুটি দল গতকাল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা হয়। আরও বেশকিছু রোহিঙ্গার যাবার কথা রয়েছে। তবে সেখানে কতজন, সেটি এখন বলা সম্ভব না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। রাতে তারা চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী তাঁবুতে অবস্থান করেন। সেখানেই রাতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরের পর রোহিঙ্গা শরণার্থীরা ভাসানচরে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে পতেঙ্গা বোট ক্লাবে নিয়ে যাওয়া হয় তাদের।
এর আগে প্রায় আট মাস পর গত ২৫ নভেম্বর ৩৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছান। এর আগে ছয় দফায় প্রায় ১৮ হাজার ৬০০ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। মাঝখানে প্রায় আট মাস বন্ধ থাকার পর আজ থেকে আবার রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।