
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের একটি বাড়ি থেকে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হকের স্ত্রী ও তার দুই সন্তান।
আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন- জিসান আরা (২৩) তার বড় মেয়ে জাবিন (৫), ছোট মেয়ে জেরিন (২)।
জানাগেছে, স্বামী শহিদুল হক একজন লবণ ব্যবসায়ী৷ ব্যবসায়ীক কাজে মহেশখালীতে অবস্থান করার সময় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে হত্যা নাকি আত্মহত্যা তা বের করতে দাবি জানিয়েছে।
স্থানীয়দের ধারণা জিসান কোন কারণে দুই সন্তানকে হত্যার পর নিজেও ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গৃহবধূর দেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। দুই সন্তানের নিথর দেহ ছিল বিছানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদগাঁতে ৩টি লাশ পাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। তদন্তের মাধ্যমে নিশ্চিত যাওয়া যাবে হত্যা নাকি আত্মাহত্যা। আপাতত এখন কিছু বলা যাচ্ছে না।