
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে প্রদীপ তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার মিরেরহাট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট রেল লাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। তিনি রাউজান পৌরসভার মৃত রায় মোহন তালুকদারের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাজিরহাট অভিমুখী ট্রেনটি মিরেরহাট এলাকায় পৌঁছালে সেখানে এই ব্যক্তিকে চাপা দেয়। ট্রেনে কাটা পড়ে নিমেষেই শরীরটি দ্বিখন্ড হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যৃর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিষয়টি জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।
জি আরপি থানার ওসি মোঃ নাজিম উদ্দীন ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন