
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জকরিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পদুয়া বার আউলিয়া দরগাহরর সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত জকরিয়া উপজেলার ছোট ঢেমশার ফকির পাড়া মৃত হাজী মোজাহার মিয়ার ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সাতকানিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে জাকারিয়া লোহাগাড়ায় আসছিলেন। পদুয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।