
চট্টগ্রামে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলছে।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু ভোট শুরু হওয়ার আগেই আজ ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. মনির তালুকদার। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব এই প্রার্থীর আকষ্মিক মৃত্যুতে সমর্থকরা হতাশ।
মেম্বার প্রার্থী মনির তালুকদারের ছেলে আরফাত তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার বাবা মনির উদ্দিন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোরে হার্ট
এ্যার্টকে তিনি মারা যান।
এ বিষয়ে কর্ণফুলী নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।