
দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে ফেরার দুই মাসের মধ্যেই নিখোঁজ হয়েছে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার মোহাব্বত হোসেন সিদ্দিক (২২) নামে এক যুবক।
হোসেন সিদ্দিক গত দুই মাস আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ছুটিতে দেশে আসে। ছুটি শেষে ২৬ শে ডিসেম্বর তার আবার দুবাই চলে যাওয়ার কথা ছিল। গত ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার সময় সে নিখোঁজ হয়।
নিখোঁজের ঘটনায় তার বড় বোন ফাহিমা আক্তার বাদী হয়ে ২৩ ডিসেম্বর সকালে সীতাকুণ্ড মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। মোহাব্বত হোসেন সিদ্দিক উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের বড় কুমিরার ৭নং ওয়ার্ডের রহমতপুর গ্রামের আবু তাহেরের বাড়ির আবু তাহেরের পুত্র।
বড় বোন ফাহিমা আক্তার জানান, তার ভাই হোসেন সিদ্দিক রাত আনুমানিক তিনটার সময় ঘর থেকে বের হয়ে যায়। সাথে তার দুবাই যাওয়ার টিকেট ও পাসপোর্টও ছিল। আমি ভোরে ফজরের নামাজ পড়তে উঠে তার রুমে গেলে দেখতে পাই সে রুমে নেই। এরপর থেকে সম্ভাব্য সব আত্নীয়-স্বজনের বাড়িতে খবর নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আমার ভাইকে কোন চক্র অপহরণ করেছে। এব্যাপারে তিনি প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।