
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে এসকেএম জুট মিলের সামনে রেল ক্রসিং-এ ট্রেনের সঙ্গে লরীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পর থেকে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষে লরি এবং ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে কোন হতাহত হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে ওসি মোঃ নাজিম উদ্দিন।
তিনি জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখি তুর্ণা নিশিথা ট্রেন বাড়বকুণ্ড ষ্টেশনের আগে এসকেএম জুট মিলস এলাকায় রেলক্রসিং অতিক্রমকালে একটি লরি রেলাইনে উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে চট্টগ্রামের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ে রেললাইন সচল করতে কাজ করছে।