
চট্টগ্রামে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) ১ লাখ ৬১ হাজার ১২২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ পরীক্ষার্থী। পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও তারা এগিয়ে আছে।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ।
এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী।

ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩৮২ জন। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৯৯ শতাংশ । জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪০৯ জন।
তিনটি শাখার মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী। এই শাখায় পাসের হার ৯৬ দশমিক ৮২ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও মানবিকে পাসের হার যথাক্রমে ৯২ শতাংশ ও ৮৭ দশমিক ৪৭ শতাংশ।
করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের আট মাস পর মাত্র তিনটি বিষয়ের উপর গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয় যা শেষ হয় ২৩ নভেম্বর। একই কারণে এবারের পরীক্ষা নেয়া হয় সংক্ষিপ্ত আকারে এবং প্রতি বিষয়ে মোট ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হয় ৫০ নম্বরের। ফলাফল প্রকাশের ক্ষেত্রে আবশ্যিক বিষয়ের যে পরীক্ষা নেয়া হয়নি সেসব বিষয়ে পরীক্ষার্থীদের জেএসসি ও নবম শ্রেণির ফল মূল্যায়ন করেই ফলাফল তৈরি করা হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলায় এবার ১১২টি কেন্দ্রে ৭১০টি প্রতিষ্ঠানের ১ লাখ ৯ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৫০ হাজার ৯৪১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৬ জন।