
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধি না মানায় ৭জন ইউপি সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ এবং পোপাদিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।
এ সময় ৬ সাধারণ ইউপি প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শোভাযাত্রা করায় ও অপর এক প্রার্থীকে মাইক ব্যবহার করায় ২৪ হাজার টাকা জরিমানা করেছেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।