
নতুন বছরের শুরুতেই চট্টগ্রাম নগরীর বক্সিরহাট ও রিয়াজউদ্দিন বাজারে আগুনে পুড়লো দোকান।
শুক্রবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, রিয়াজউদ্দিন বাজারের বিএম সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে দুইটি গাড়ি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বক্সিরহাট এলাকায় রাত ২টা ৪০ মিনিটে একটি কাঁচা মার্কেটে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও চন্দনপুরা ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা