
কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকা থেকে মো. নুর উদ্দিন (২৯) নামে এক শিক্ষককে আটক করেছে র্যাব-৭। তিনি ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, এক শিক্ষক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ওই মেয়ের বিয়ে ভেঙ্গে দেয়। এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভাটিয়ারী এলাকা থেকে শিক্ষককে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ফেক আইডি খুলার কথা ও আপত্তিকর ছবি পোস্ট করার কথা স্বীকার করেছে।