
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার চাতরীতে ইউপি নির্বাচন চলাকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম ওঙ্কার দত্ত (৩২)।
আজ বুধবার (৫ জানুয়ারী) দুপুর দেড়টার ভোট চলাকালে চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত ওঙ্কার টিউবয়েল প্রতীকের মেম্বার প্রার্থী ধনঞ্জয় বিশ্বাসের সমর্থক বলে জানাগেছে। তিনি সিংহরা দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে এবং স্থানীয় ওষধের (ফার্মেসী) দোকানদার ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোট চলাকালে চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’