
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি গাড়ি আগুন নেভাতে কাজ করছে।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আড়াইঘন্টা চেষ্টার পর সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আনিসুর রহমান বলেন, বায়োজিদের পলিটেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের ওই কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১১টি গাড়ি কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।