t বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নতুন জিএম মাহফুজা আক্তার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নতুন জিএম মাহফুজা আক্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে যোগ দিচ্ছেন মোছা: মাহফুজা আক্তার।

তিনি এতোদিন বিটিভির ঢাকা কেন্দ্রের কন্ট্রোলার, প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জিএম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাহফুজা আক্তার পাঠক ডট নিউজকে বলেন, আমাকে চট্টগ্রামের জিএম হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবো।

আরও খবর: দুর্নীতির দায়ে বিটিভি চট্টগ্রামের জিএম নিতাইকে অবশেষে প্রত্যাহার

.

এর আগে গত ২৩ জানুয়ারী তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে পূর্বের জিএম নিতাই কুমার ভট্টাচার্যকে প্রত্যাহার করা হয়। তাকে পূর্বের কর্মস্থল বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়মের হাজারো অভিযোগ ছিল বিভিন্ন শিল্পী ও সংশ্লিষ্টদের।

নতুন যোগ দেয়া মোছা: মাহফুজা আক্তার এর আগে বিটিভিতে কন্ট্রোলার, প্রোগ্রাম ম্যানেজার পদে প্রশাসন, অনুষ্ঠান, নাটক ও নৃত্য শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নির্মাণের জন্য বিটিভির ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বিটিভির প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তথ্যচিত্র, ডকু-ড্রামা, নাটক, নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান নির্মাণ ও পরিচালনা করে থাকেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি জাইকা ও এটুআই-এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নমূলক তিন বছর মেয়াদি একটি প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। এছাড়া তিনি এবিইউ, ইবিইউ, এআইবিডি, এনএইচকে ওয়ার্ল্ড, কেবিএস, টকিও ডক্‌স, জাইকা, ইউনেস্কো, ওয়ান এশিয়া প্রজেক্ট, এবিসি অস্ট্রেলিয়া, এসবিএস-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথ-প্রযোজনার মাধ্যমে অনুষ্ঠান নির্মাণ করেন।

উল্লেখ্য, মাহফুজা আক্তার ওকেপি বৃত্তির আওতায় ফেলোশিপ অর্জনের মাধ্যমে রেডিও নেদারল্যান্ডস ট্রেনিং সেন্টার (আরএনটিসি) হতে এক বছর মেয়াদি ‘ড্রামা ফর সোশ্যাল চেঞ্জ’ কোর্স সম্পন্ন করেছেন। বিবিসি,এনএইচ কে জাপানএবি সি,এস বিসি,অষ্টেলিয়া, এবিইউ ,একই বি ডি মালোশিয়া হতে টেলিভিশন অনুষ্ঠান এর উপর প্রশিক্ষন গ্রহন করেন ।জার্মানির প্রিক্স জুনেস ফাউন্ডেশন আয়োজিত প্রিক্স জুনেস ইন্টারন্যাশনাল ২০২০ প্রতিযোগিতা ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত এবিইউ পুরস্কার ২০১৮ এ জুরি বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি কালারস অব এশিয়া ২০১৭, ওয়ান এশিয়া ২০১৮, পিএমএ গ্লোবাল গ্রান্ট ২০১৯ এবং জাপান প্রাইজ ২০২০ (শীর্ষ পাঁচ ফাইনালিস্ট) সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

এদিকে নতুন জিএম মাহফুজা আক্তারকে চট্টগ্রামে স্বাগত জানিয়ে আজ শুক্রবার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print