t রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ১৩ বছরের সর্বোচ্চ জ্বালানি তেলের দাম – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ১৩ বছরের সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে মিত্রদের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ খবর সংবাদমাধ্যমে আসার পর তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

সর্বশেষ, ২০০৮ সালে তেলের দামে এমন বৃদ্ধি দেখা গিয়েছিল।

বিবিসি বলছে, রোববার (৬ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৩৯ মার্কিন ডলার ছুঁয়েছে। যদিও পরে তা ১৩০ মার্কিন ডলারে নেমে আসে।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছিলেন, বাইডেন প্রশাসন এবং মিত্ররা রাশিয়ার তেল সরবরাহের ওপর অবরোধ আরোপের বিষয় বিবেচনা করে দেখছে।

পরে স্পিকার ন্যান্সি পেলোসি জানান, রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি আইন করার বিষয়ে ‘ভেবে দেখছে’ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।

এদিকে, রাশিয়ার তেল রফতানির ওপর অবরোধ আরোপ করা হলে তা হবে ইউক্রেনে হামলার মোক্ষম জবাব এবং বিশ্ব অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে বিবিসি।

প্রসঙ্গত, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে বিশ্ব বাজারে জ্বালানি তেল সংকটের আশঙ্কায় এর আগের সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিশ্বজুড়ে ভোক্তাদের ওপর জ্বালানি তেলের পাইকারি মূল্য বাড়ার প্রভাব পড়েছে।

এ ব্যাপারে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, সপ্তাহজুড়ে পেট্রোলের দাম ১১ শতাংশ বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

আর ব্রিটেনে রয়্যাল অটোমোবাইল ক্লাব (আরএসি) জানিয়েছে, যুক্তরাজ্যে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে দেড় পাউন্ড বেড়েছে।

ইউরোপজুড়ে এই অস্থিরতার কারণে গ্যাসের দামও বেড়েছে। এর মধ্যেই ব্রিটেনের বসতবাড়িগুলোতে গ্যাসের বিল বছরে তিন হাজার পাউন্ডে পৌঁছতে পারে এমন উদ্বেগ দেখা দিয়েছে।

তবে, জ্বালানি তেল উৎপাদন-বিক্রির বহুজাতিক কোম্পানি শেল রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনার পক্ষে যুক্তি দিয়েছে। এক বিবৃতিতে শেল জানায়, কমদামে জ্বালানি কেনার সিদ্ধান্তটি কঠিন ছিল। তাই তারা শুক্রবার (৪ মার্চ) রাশিয়া থেকে এক কার্গো জ্বালানি কিনেছে। তাছাড়া আর কোনো বিকল্প ছিল না।

অন্যদিকে, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় শেলের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি প্রশ্ন রাখেন, রাশিয়ার তেলে ইউক্রেনীয়দের রক্তের গন্ধ পান না আপনারা?

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print