ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বন্দরের জন্য কেনা হচ্ছে দুটি নতুন টাগবোট

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

.

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে কেনা হবে নতুন দুইটি টাগবোট। এতে বিদেশি বড় জাহাজের বার্থিং, আনবার্থিং এবং কার্গো হ্যান্ডলিং এর কাজে সহায়তা বাড়বে। আগামী জুন মাসের দিকে বন্দরের নৌ-বহরে টাগবোট দুটি যুক্ত করার আশা করছে কর্তৃপক্ষ।

১৪৫ কোটি টাকা ব্যয়ে নতুন দুটি টাগবোট কেনার বিষয়ে চুক্তির কাজও শেষ করেছে বন্দর।

আজ বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সচিব মো. ওমর ফারুক বলেন, ৫০০০ বিএইচপি/৭০ টন বোলার্ড পুলের উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি নতুন টাগবোট কেনা হচ্ছে। এ জন্য ইতোমধ্যে CHEOY LEE SHIPYARDS LTD এর সাথে চুক্তির কাজ সম্পন্ন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী জুনে বন্দরের নৌ বহরে টাগবোট দুটি যুক্ত করা হবে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট কিনতে বন্দরের খরচ পড়বে ১৪৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা। আগামী জুন মাসে টাগবোট দুটি যুক্ত করা সম্ভব হবে। এতে করে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের নিরাপত্তা বৃদ্ধি, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজগুলোকে সহায়তা প্রদান করা, কর্ণফুলী চ্যানেলের নৌ- সংরক্ষণে সহায়তা প্রদান করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। সে সাথে বন্দরে কার্গো হ্যান্ডলিং ক্ষমতা ও রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে।

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তুলনামূলক বড় জাহাজ ভেড়ানোর সুবিধা সৃষ্টি করা, চট্টগ্রাম বন্দর/মহেশখালী/কুতুবদিয়া এলাকায় গৃহীত প্রকল্প ও জেটিগুলোতে অধিক সংখ্যক বড় জাহাজ বার্থিং, আনবার্থিং এবং কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধি করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য।

উল্লেখ্য সাগর থেকে বন্দর জেটিতে সমুদ্রগামী জাহাজ আনা-নেওয়ার কাজে টাগবোটের সহায়তা নেওয়া হয়। এছাড়া এক জেটি থেকে আরেক জেটিতে জাহাজ স্থানান্তরের সময়ও সাহায্যকারী জাহাজ হিসেবে টাগবোট ব্যবহৃত হয়। জাহাজ আনা-নেওয়া ছাড়াও আগুন নিয়ন্ত্রণ, নদী ও সমুদ্রদূষণ রোধে এটি ব্যবহারের সুযোগ আছে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print