
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে পাঁচলাইশ থানার শুলকবহর ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, লুঙ্গি শাড়ি ও পাঞ্জাবি দেওয়া হয়।
আজ শনিবার (৩০ এপ্রিল) নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটিতে পাঁচলাইশ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ জাকির হোসেনের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেতা মোহাম্মদ জাকির হোসেন বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনতার মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের আপামর জনসাধারণের জন্য সব সময় পাশে আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ডা. শাহাদাত হোসেন মেয়র নির্বাচিত হতো। কিন্তু আওয়ামী ভোট ডাকাত সরকার আগের দিন রাতে ভোট ডাকাতি করে ডা. শাহাদাত হোসেনের বিজয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু মানুষের মাঝে ডা. শাহাদাত হোসেন সব সময় ছিলো, আছে এবং আগামীতেও যে কোন বিপদে আপদে পাশে থাকবেন।
এসময় পাঁচলাইশ থানা বিএনপি নেতা নাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. ওসমান গনি, ওমর ফারুক, ওয়ার্ড বিএনপি নেতা শফিউল আযম, ইঞ্জিনিয়ার জাবেদ ওমর রানা, আবু মোহাম্মদ ছিদ্দিক, পাঁচলাইশ থানা যুবদল নেতা সরওয়ার সেলিম, মোঃ রফিক, শ্রমিক নেতা আবুল কালাম, মোঃ রাসেল, শাহ আলম, আব্দুল মোমিন প্রমুখ।