
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২ মে) রাত পৌণে ১২টার দিকে উপজেলার শেখপাড়া রেল গেট সংলগ্ন এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি করেছেন সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম। তিনি জানান, রাতে উপজেলার শেখপাড়া রেল গেট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা যায়। তার মরদেহ সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আজ তার ময়নাতদন্ত হচ্ছে।