
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২০) নামের এক লেগুনা চালক নিহত হয়েছেন। তিনি মীরসরাই উপজেলার হাম্মাদিয়া গ্রামের ওসমান গনির ছেলে।
আজ শুক্রবার বেলা দুইটার দিকে বড় দারগারো হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে চট্টগ্রামমূখী একটি লেগুনাকে পেছন থেকে আরেকটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই লেগুনা ড্রাইভার মারা যায়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর দুইটার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মেহেদী হাসান নামের এক লেগুনা ড্রাইভার নিহত হয়েছে। নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।