t সীতাকুণ্ডে ৩ নারীর ওপর হামলার ভিডিও ভাইরাল, অভিযুক্তদের আটক করেনি পুলিশ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ৩ নারীর ওপর হামলার ভিডিও ভাইরাল, অভিযুক্তদের আটক করেনি পুলিশ

সীতাকুণ্ডে নারীদের উপর হামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ডে নারীদের উপর হামলা

তুচ্ছ বিষয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে দুই প্রতিবেশী পরিবারের ঝগগড়াকে কেন্দ্র করের তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তিন নারীকে দুই যুবক পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে মামলা না হওয়ায় পুলিশ কাউকে আটক করেনি।

স্থানীয়রা জানায়, গাছ থেকে জাম পাড়তে বাধা দেওয়ায় ওই নারীদের পেটানো হয় বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় আজ শনিবার দুপুর পর্যন্ত কেউ মামলা করেনি বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও লিঙ্ক:-

এদিকে মারধরের একটি ভিডিও গতকাল শুক্রবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, তৌহিদুল ইসলাম ও আলমগীর নামে দুইজন লাঠি হাতে ওই তিন নারীর দিকে তেড়ে আসেন। এক পর্যায়ে তৌহিদুল এক নারীকে মারধর করেন। পরে আলমগীরও এর সঙ্গে যুক্ত হন। তিন নারীকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়।

হামলায় আহত তিনজন হলেন যোগেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতি রানী দাস (৩০), মিলন চন্দ্র দাসের স্ত্রী অঞ্জনা রানী দাস (৩২) ও কৃষ্ণ চন্দ্র দাসের স্ত্রী রীমা রানী দাস (২৭)। আহত তিন নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

যোগেন্দ্র চন্দ্র দাসের ভাই প্রবাসী তপন দাস জানান, তারা প্রবাসে থাকার সুবাদে জাল দলিল করে তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছেন তৌহিদুলরা। বৃহস্পতিবার দুপুরে তাদের গাছ থেকে জাম পাড়তে গেলে পরিবারের নারী সদস্যরা বাধা দেন। তাদের পিটিয়ে আহত করেন তৌহিদুল ও আলমগীর। তাদের পরিবারের পুরুষ সদস্যরা সবাই প্রবাসে থাকেন। বাড়িতে এমন কেউ নেই যে থানায় গিয়ে মামলা করবেন।

অভিযুক্ত তৌহিদুল ইসলাম দাবি করেন, তাদের গাছ থেকে জাম পাড়তে গেলে তিন নারী বাধা দেন। এ সময় নারীরা তাদের ওপর হামলা চালালে তারাও তাঁদের মারধর করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো এই বিষয়ে ভুক্তভোগী নারীদের কেউ মামলা করতে আসেননি। মামলা করার পর আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print