
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ক্রেন ড্রাইভার মনির হোসেনের ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট বাড়িতে যান। এসময় তিনি পরিবারের সদস্যের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। আমীর খসরুকে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তিনি এ সময় তাদের সান্তনা দেন এবং সমবেদনা প্রকাশ করেন ।
এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। আমরা ব্যথিত, মর্মাহত। বর্তমান অবৈধ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের অদক্ষতা ও দায়িত্বহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। তারা নিজেদের সফল দাবি করলেও আগুন নেভাতে তাদের চার দিন সময় লেগেছে। চরম লুটপাটের মাধ্যমে তারা দেশের সব সেক্টর ধ্বংস করে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম, উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ।
উল্লেখ্য গত শনিবার সীতাকুণ্ড কন্টেইনার ডিপো তে অগ্নিকাণ্ডের পর থেকে ক্রেন ড্রাইভার মনির হোসেনকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের স্বজনরা বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে এখনো সন্ধান পাইনি।