
সীতাকুণ্ডের কেশবপুরে বিএম কন্টেইনার ডিপুতে ভয়াবহ বিস্ফোরণের পর শিল্পাঞ্চল সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় লোকালয়ে বৈধ অবৈধভাবে গড়ে উঠা বিপদজনক গ্যাস সিলিন্ডার কাটার ও অবৈধ তেলে ডিপোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।
ইতোমধ্যে দক্ষিণ সীতাকুণ্ডের ফৌজদারহাট তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ এবং অবৈধ এই বিপদজনক ব্যবসার সাথে জড়িত ১০ সিন্ডিকেট সদস্যদের গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭, অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার ঘটনায় স্পট ফৌজদারহাটে গণমাধ্যমের জন্য প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। সেখানে দুই দিনের অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে।
এদিকে র্যাবের একটি সূত্র জানায়, গত দুইদিন টানা অভিযানে ফৌ্জদারহাট তুলাতলি এলাকা হতে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার কাটার ৩ জন মূল হোতাসহ পুরো সিন্ডিকেট র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। এবং সীলগালা করে দেয়া হয়েছে অবৈধ এলপিজি গ্যাস ও তেলের কয়েকটি ডিপো। জব্দ করা হয়েছে ১০ হাজার গ্যাস সিলিন্ডার।
জানাগেছে, সীতাকুণ্ডের পুরাতন জাহাজ ভাঙ্গার কারখানাকে কেন্দ্র করে দক্ষিণ সীতাকুণ্ডের কুমিরা সোনাইছড়ি, শীতলপুর, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, ফৌজদারহাট স্টেশন, ছলিমপুরসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তাহীনতার মধ্যে হড়ে উঠেছে অবৈধ কালো তেলে ব্যবসা ও এলপিজি গ্যাস কাটার ডিপো। ইতোমধ্যে এসব কালো তেলে ডিপোতে একাধিকবার ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরেণের ঘটনা ঘটেছে।