
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামের ৬ উপজেলার ১৮ ইউনিয়ন ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার (১৫ জুন) সকাল ৮ থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।১৬ টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও পটিয়া ও আনোয়ার উপজেলার দুটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি টহলে থাকবে র্যাবের টহল টিম। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রটরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচনের বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আশা করছি কোন ধরণের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইউনিয়নগুলোতে ১৪ জন, ফটিকছড়ির ভুজপুর ইউপিতে ২ জনসহ দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি রয়েছে র্যাবের টহল টিম।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন। মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯৪ জন।
এদিকে বাঁশখালীর সরল ইউনিয়নে নৌকার এজেন্ট ছাড়া অন সবাইকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে । সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আল মাদরাসাতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম বালক-বালিকা মাদরাসায় ভোটগ্রহণের আগে থেকে নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর এজেন্ট ছাড়া অন্যদের কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করেছেন প্রিসাইডিং অফিসার।