t পদ্মা সেতুতে ছবি তুললে জরিমানা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পদ্মা সেতুতে ছবি তুললে জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পদ্মা সেতুতে চলাচলে বেশকিছু নির্দেশনা থাকলেও তা মানেননি উৎসুক মানুষেরা। আজ রবিবার (২৬ জুন) নিয়ম ভেঙে সেতুতে গাড়ি থামিয়ে অবস্থান, হেঁটে বেড়ানো, ছবি তুলতে দেখা গেছে অনেককে। এ অবস্থায় পদ্মা সেতুতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সেতুর ওপরে উঠে কেউ ছবি তুললে তাদের জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

আজ রবিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টায় পদ্মা সেতুর ওপরে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে বলে জানান তিনি। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছবি তোলার দায়ে দুই জনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল বলেন, নিরাপত্তার কারণে কাউকে সেতুর ওপরে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। দুই জন নিয়ম ভাঙায় তাদের ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুন) পদ্মা সেতুতে চলাচলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়- সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার, পদ্মা সেতুর ওপর যেকোনও ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ। তিন চাকাবিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি অটোরিকশা ইত্যাদি), হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না। সেতুর ওপরে কোনও ধরনের ময়লা ফেলা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে রবিবার ভোরে সাধারণ পরিবহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার পর দর্শনার্থীদের নিয়ম ভাঙতে দেখা গেছে। অনেকেই গাড়ি থামিয়ে সেতুতে নেমে ছবি তুলেছেন। আবার অনেকে টিকটক ভিডিও বানাতেও ব্যস্ত ছিলেন। এছাড়া দর্শনার্থীরা পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন পুরো সেতু। অবস্থার পরিবর্তন আনতে বিকালে সেতুতে পেট্রলিং শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনও গাড়িকে সেতুতে থামতে দেননি তারা। এতে সেতুতে উঠে নিয়ম মানার ঘটনাও কমে আসে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print