
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ক্ষতিকর জেলি পুশ করে চিংড়ি বিক্রির দায়ে মো. জসিম উদ্দিন নামের এক বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৬ জুলাই, মঙ্গলবার সকালে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার।
ভ্রাম্যমাণ আদালত মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করে চিংড়ি মাছ বিক্রির সত্যতা পাওয়ায় বিক্রেতাকে এ দ- দেন বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) স্বপন চন্দ্র দে। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত এ সময় ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করে মাটি চাপা দিয়ে নস্ট করার নির্দেশ দেন।
এ অভিযানে আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) স্বপন চন্দ্র দে, মেরিন ফিশারিজ কর্মকর্তা রাশে আদে মোরসালিন, ক্ষেত্র সহকারী আবু মোহাম্মদ নোমান ও অফিস সহকারী প্রকাশ কুমার দাশ।