
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার উপজেলার ভাটিয়ারিতে ছেলে হেলালের হাতে খুন হয়েছে পিতা বেলাল হোসেন।
আজ মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুরে ভাটিয়ারী হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পিতাকে ছুরিকাঘাত করে হত্যার পরপরই ছেলে মোহাম্মদে হেলাল পালিয়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে তার বাবা মারা গেছেন।
নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।