
চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার এলাকায় ডাম্পিং এ ফেলে দেয়া মাছ ও হাঁস-মুরগির আমদানি নিষিদ্ধ খাবারসহ বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল (এমবিএম) ফের তুলে নিয়ে রাতের আঁধারে পাচারকালে ১০টি ট্রাক জব্দ করেছে পুলিশ ও কাস্টমসের যৌথ অভিযানে।
সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ট্রাকগুলো জব্দ করা হয় এবং আজ মঙ্গলবার (৮ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার তারেক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কিছুদিন আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে পাচার করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১০টি ট্রাক জব্দ করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে। এরপর থেকেই এ পণ্যগুলো কেউ আমদানি করলে তা জব্দ করে হালিশহরের আনন্দবাজার এলাকায় ডাম্পিং করতো কাস্টমস। আইন অনুযায়ী এমবিএম ধ্বংস করার জন্য ডাম্প করা হলেও একটি চক্র রাতের অন্ধকারে তা আবার বাইরে পাচার করছে।
				
								
								
								