
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও চালু হয়েছে ই-গেট বা ইলেকট্রনিক গেট। আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমান বন্দরে বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন ভোগান্তি দূর করতে ই-গেট স্থাপনা করা হয়েছে। বিদেশগামী যাত্রীরা এই ই-গেট’র সুবিধা ভোগ করবেন। ছয়টি ই-গেট দিয়ে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন হবে।
বিমান বন্দর সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ ই-গেট পরিচালনায় কাজ করবেন। প্রতিটি ই-গেটের সঙ্গে একটি ক্যামেরা সংযুক্ত থাকবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ জানান, বিদেশগামী যাত্রীদের দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ই-গেট চালু হয়েছে। আগামীকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ৬টি ই-গেট এর আনুষ্ঠানিক উদ্বোধন। এর মধ্যদিয়ে চট্টগ্রাম বিমানবন্দরও আন্তর্জাতিক বিমানবন্দরের কাতারে আরও একধাপ এগিয়ে যাচ্ছে।
সূত্র জানায়, ই-পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে প্রবেশের পর ই-গেটে পাসপোর্ট দেওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যাবে গেট। তারপর পাসপোর্টের তথ্যের সাথে ব্যক্তির ছবি মিলে গেলেই প্রধান ফটক খুলে যাওয়ার সাথে সাথে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই শেষ হবে বিদেশগামীদের ইমিগ্রেশন কার্যক্রম।
এর আগে গত ৭ জুন শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ই-পাসপোর্টধারীদের জন্য ই-গেট সেবা চালু হয়।